
মানুষ মাত্রই সৌন্দর্যপিপাসু। দাঁত ও মুখের সৌন্দর্য আমাদের জীবনযাত্রা এমনকি কাজের পারফরমেন্সেও পজিটিভ ভূমিকা রাখে। মুখাবয়ব এবং দাঁতের এই সৌন্দর্য বৃদ্ধি কসমেটিক বা অ্যাসথেটিক ডেন্টিস্ট্রির অন্তর্ভুক্ত। সুন্দর দাঁত বলতে প্রধানত বোঝাতো দাঁতে ক্যারিজ বা ক্ষয় না হওয়া, সাধারণ ভাষায় যাকে দাঁতে পোকা ধরা বলে, মাঢ়িতে প্রদাহ বা জিনজিভাইটিসের চিকিৎসাও এক্ষেত্রে সমানতালে চলছে। দাঁত স্কেলিং করিয়েও দাঁতের স্বাস্থ্য অটুট রাখার চেষ্টা চলছে। সময় এগোচ্ছে, মানুষের চাহিদারও ব্যাপক পরিবর্তন হচ্ছে। এখন মুখমণ্ডল, চুল, নখ ইত্যাদি পরিচর্যার জন্য মানুষ বিশেষ করে নারীরা বিউটিশিয়ান বা প্লাস্টিক সার্জনের পরামর্শ নিচ্ছেন। তেমনি বাচনভঙ্গি, শব্দ উচ্চারণ ইত্যাদির ক্ষেত্রে স্পিচ থেরাপিস্ট, বিহেভিয়ার থেরাপিস্ট এবং বিভিন্ন কেন্দ্র গড়ে উঠেছে।